ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ভুখা মিছিল’ করেছেন অনশনে থাকা প্রার্থীরা।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। মিছিলে তিন অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুখা মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন শ্যাডো, কলা ভবন, অপরাজেয় বাংলা, ডাকসু ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে আসে। এ সময় অসুস্থ হয়ে পড়েন শোয়েব মাহমুদ, আল মাহমুদ ত্বাহা ও মীর আরাফাত মানব।
তীব্র গরম আর রৌদ্রের মধ্যেই চতুর্থ দিনের মতো অনশন চালিয়ে যান সাতজন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অনশন চালিয়ে যাচ্ছেন পপুলেশন সায়েন্সের মাঈন উদ্দীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাওহীদ তানজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাফিয়া তামান্না এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রবিউল ইসলাম। তাদের মধ্যে রবিউল দৃষ্টি প্রতিবন্ধী।
রাফিয়া তামান্না বলেন, আমাদেরও অবস্থা বেশি ভালো না। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। চারদিন ধরে এখানে বসে আছি, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেননি।
অনশনকারীদের সঙ্গে ভিপি নুরের একাত্মতা
জুমা নামাজ শেষে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। অনশনকারীদের উদ্দেশে ‘আমি আপনাদের সঙ্গে আছি’ বলে একাত্মতা পোষণ করেন। এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভিপি নুর বলেন, চারদিন যাবৎ আমার ভাই-বোনেরা এখানে অনশন করছেন। আমি হতাশ হলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে একবারের জন্য কথা বলতেও আসেননি, তাদের দেখতেও আসেননি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুর বলেন, আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি। এখানে আমার কিছু ভাইয়েরা আছে যারা মঙ্গলবার বিকেল ৫টা থেকে অনশন করছেন। তাদের দাবি পুনর্নির্বাচন। আমি তাদের দাবির সাথে অনেক আগেই একমত হয়েছি এবং প্রশাসনকেও বলেছি যে অনিয়ম হয়েছে সে জন্য পুনর্নির্বাচনের আয়োজন করা। আমি মনে করি ন্যায্য দাবির কথা একজন বললেও সেটা আমলে নেয়া উচিত। আমি এতোদিন আসতে পারিনি কারণ আমি নিজেও অসুস্থ ছিলাম।
২৪ ঘণ্টা আল্টিমেটামের অগ্রগতি নেই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষের পদত্যাগ, হল সংসদে পুনর্নির্বাচনসহ চারদফা দাবিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় হলের ছাত্রীরা। শুক্রবার প্রতিবেদনটি লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) ছাত্রীদের দেওয়া আল্টিমেটামের কোনো অগ্রগতি হয়নি বলে জানান হল সংসদে রোকেয়া পরিষদের ভিপি প্রার্থী শেখ মৌসুমী। রাত সাড়ে ১০টায় বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার কথা।
শেখ মৌসুমী বলেন, আমরা অনিয়মের বিরুদ্ধে প্রভোস্ট ম্যামকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। তাই আমরা ধরে নিয়েছিলাম আসলেই অনিয়ম হয়েছে। এরসঙ্গে আমাদের দাবিরও অগ্রগতি হবে। তবে এখন পর্যন্ত কিছুই হয়নি। যদি সময় শেষ হওয়ার পরও কোনো অগ্রগতি না দেখি তাহলে হল অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। প্রভোস্টকে এরইমধ্যে হলে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply