অস্ত্র আইন সংস্কারে সম্মত হয়েছে নিউজিল্যান্ডের মন্ত্রিসভা। শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসীর হামলার পর অস্ত্র আইন সংস্কারে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। নিউজিল্যান্ডের অস্ত্র আইন সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করেছে দেশটির সরকার। খবর বিবিসির।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের অস্ত্র আইনে দ্রুত সংস্কার আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা। খ্রিষ্টান সন্ত্রাসী ব্রেন্টন টারান্টের হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন। এই ঘটনায় বিশ্বজুড়ে আলোড়নের সৃষ্টি হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, অস্ত্র আইন সংস্কারের পুরো প্রক্রিয়া ২৫ মার্চের মধ্যে শেষ হবে। এ বিষয়ে মন্ত্রিসভা ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।
ওই খ্রিষ্টান সন্ত্রাসী যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড পুলিশ অ্যাসোসিয়েশন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply