জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি:বাংলাদেশ সচিবালয়ে “মিলাদ-কিয়াম” ইস্যুতে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ এর সাথে আহলে সুন্নাত সমন্বয় কমিটি’র বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশন এর মহা-পরিচালক আলহাজ্জ্ব সামীম মুহাম্মদ আফজাল, সুন্নাত সমন্বয় কমিটির দায়িত্বশীল চাঁদপুর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. একেএম মাহবুবুর রহমান, ঢাকা নারিন্দা আহসানুল উলুম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি আল্লামা মুফতি আবু জাফর মুহাম্মাদ হেলাল, ঢাকা কাদেরিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ও জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশেষ বৈঠক সমন্বয়ক ছাত্রনেতা ইমরান হোসাইন তুষার।
এ ছাড়াও আরো উপস্থিতি ছিলেন ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আফম আবু বকর সিদ্দিক, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের স্কুল বিষয়ক সম্পাদক ছাত্রনেতা ইয়াসিন রাসেল। এ বিশেষ বৈঠকে উপস্থিত ছাত্রনেতা ইমরান হোসাইন তুষার জানান, “মিলাদ-কিয়াম” ইস্যুতে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে আমি কোনো নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য করিনি।
তিনি_বলেন_একটি_দুষ্টচক্র_মিলাদ_কিয়াম_বিরোধীরা_আমার_নাম_ব্যবহার_করে_পরিকল্পিতভাবে_নাটক_সাজিয়ে_ফায়দা নেয়ার চেষ্টা করছে।))) ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ আরো বলেন, “আল্লাহ তা’আলার সন্তুষ্টির জন্য নবীপ্রেমের বিকল্প নেই। আর নবীপ্রেমের অন্যতম শ্রেষ্ঠ নমুনা হলো ‘মিলাদ-কিয়াম’। আমি দেশের পীর-মাশায়েখদের সাথে একটি সমাবেশ করতে চাই ও আমার অবস্থা জাতিকে জানিয়ে দিতে চাই।
পরে ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ও জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে প্রধান করে একটি মহাসমাবেশ প্রস্তুতি কমিটি করা হয়। আশা করা যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বা এরূপ বড় হলে অচিরেই একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের একাধিক দায়িত্বশীল নিশ্চিত করেছেন যে, “গত শুক্রবার জুম’আ বার আগের ন্যায় ‘মিলাদ-কিয়াম’ হয়েছে”।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply