জাহেদুল ইসলাম মিরাজ, চট্রগ্রাম প্রতিনিধি: বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান পদে মো. এমরানুল হক ইমরান ও রেহানা আক্তার কাজেমী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী (নৌকা)। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ খোরশেদ আলম (আনারস) তিনি বেসরকারী হিসাবে ২৬ হাজার ১৩৪ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ২৩ শত ৫৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে
মো. এমরানুল হক (উড়োজাহাজ ) ৩৭ হাজার ৮৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঁশখালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর ( টিউবওয়েল ) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৪৬ ভোট। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোঃ সোলাইমান মাইক প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৪৭ ভোট, যুবলীগ নেতা শাহাদত রশীদ চৌধুরী (তালাচাবি) প্রতীকে পেয়েছেন
১৮ হাজার ৪৫৮ ভোট। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেহেনা আক্তার কাজেমী ( ফুটবল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৫৭০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী নুরি মন আক্তার নুরি (প্রজাপতি) প্রতিক নিয়ে ৩৭ হাজার ৬শত ৭৯ভোট পান। বিজয়ের আরো একটি
কারণ হল গালিবের প্রতিক ছিল নৌকা। আওয়ামীলীগের প্রতিক হিসাবে আওয়ামী সমর্থকরা নৌকাকেই বেছে নিয়েছে। তরুণ ভোটারেরা তারুণ্য দেখে ভোট দিয়েছে গালিব যেহেতু তরুণ,তাই তরুণের দিকে তরুণেরাই এগিয়ে আসে। বিজয়ী হয়ে চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী বলেন, আমি এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে সাথে নিয়ে বাঁশখালীর উন্নয়নে কাজ করবেন বলে জানান তিনি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply