শাহিন আলম রাজশাহী প্রতিনিধিঃ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগের কার্যালয়ে মহানগর সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বিগতবারের মতোই এবারো যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হবে।
দিবসের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া নগরভবনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে আসার আমন্ত্রণ জানান হয়। সভায় জানানো হয়, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত আটটায় নগর আওয়ামী লীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও ভূবনমোহন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে। ২৬ মার্চ সকালে স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে। এরপর বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
মাইকে মাইকে বাজানো হবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিনসহ মহানগর আওয়ামী লীগ কার্যানির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply