ফেনীর সোনাগাজীতে মাদক ও জামায়াত প্রীতির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম সেলিম ও প্রচার সম্পাদক সৈয়দ দ্বীন মোহাম্মদকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
ফয়েজুল ইসলাম সেলিম অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ ৩০ বছর আওয়ামী লীগের রাজনীতি করি। কেউ যদি প্রতিহিংসাপরায়ণ হয়ে ব্যক্তিস্বার্থে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিল করতে চায় তা হলে তো কিছু করার নেই। তবে বিষয়টি জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ অবগত রয়েছে।
সৈয়দ দ্বীন মোহাম্মদ জানান, আমার অপরাধ আমি জনপ্রতিনিধি হতে চাই। সোনাগাজী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত রাখায় আমি ওই পদে প্রার্থী হই। কিন্তু একজন নেতা ব্যক্তিস্বার্থে কেন্দ্রীয় আদেশ অমান্য করে অন্যজনকে সমর্থন করছে। আমাকে হুমকি ও আমার অফিসে সন্ত্রাসী হামলা করে কোনো লাভ না হওয়ায় এখনো অপপ্রচার চালানো হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কখনো দলীয় নেতৃত্বে থাকতে পারে না।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply