আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ম্যাচটি অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট মিরপুরে। .
মঙ্গলবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচ দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রিকেটের জন্য আমরা এমন বড় একটা কিছু করার চেষ্টা করছি, যা সারা বিশ্বের ক্রিকেট অনুরাগী দর্শকরা একসঙ্গে বসে উপভোগ করতে পারে।
বিসিবি সভাপতি জানান, বাংলাদেশের সঙ্গে বিশ্ব একাদশের বিপক্ষে একটি ম্যাচ খেলার প্রস্তাবের বিষয়ে আইসিসির সঙ্গে বিসিবি কথা বলার পরিকল্পনার হাতে নিয়েছে।
নাজমুল হাসান পাপন বলেন, অন্যান্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে। প্রথমে অবশ্য আমরা এই ম্যাচের জন্য আইসিসির স্বীকৃতি চাচ্ছি। তারা এই ম্যাচটাকে স্বীকৃতি দিলে আমরা এক ধাপ এগিয়ে যাবো। পরের কাজ হচ্ছে বড় বড় দেশ যেগুলো আছে যেমন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দলগুলোর সঙ্গে কথা বলে আমরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবো।
তিনি বলেন, ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে আমাদের দেখতে হচ্ছে কোথায় ফাঁক আছে। দলগুলো কোথাও ব্যস্ত নয় এমন সময় আমাদের দেখতে হবে। এমনটি হলে তাদের সেরা খেলোয়াড়দের পাওয়া সম্ভব। তারপরেও বিষয়টি নির্ভর করবে যে সেরা খেলোয়াড়রা ওই সময় আসতে চায় কিনা তার উপর।
পাপন বলেন, বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচের আয়োজন করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। তবে আমরা চেষ্টা করছি, অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা বাংলাদেশে আয়োজনের জন্য।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply