জাহেদুল ইসলাম মিরাজ,চট্রগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর পুরাতন ফিশারিঘাট এলাকায় টেম্পো উল্টে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ জানায়।
নিহত কৃষ্ণ চন্দ্র (৪২) পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার বাবুল চন্দ্রের ছেলে। চট্টগ্রামের পাথরঘাটা বংশাল রোডে তিনি থাকতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে টেম্পোতে করে পাথরঘাটার বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন কৃষ্ণ। চাক্তাই-কোতোয়ালি রুটের টেম্পোটি পুরাতন ফিশারিঘাট এলাকায় উল্টে গেলে কৃষ্ণ গুরুতর আহত হন। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply