গাড়িতে নাম্বার প্লেট আছে কিন্তু তাতে নেই নাম্বার, তার জায়গায় লেখা রয়েছে ভিআইপি। আর বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এই সরকারি গাড়িটি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির।
সম্প্রতি এমন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
বৃহস্পতিবার ভিআইপি লেখা নম্বরবিহীন এই গাড়িতে চড়ে বাণিজ্য মন্ত্রী পার্বতীপুরের বারকোনায় গিয়েছিলেন। সেখানে তিনি সাঁওতালদের দ্বিতীয় সর্বোচ্চ উৎসব ‘বাহা পরব’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেই পোস্টের নিচে মাহামুদ হাসান নামের একজন মন্তব্য করেন, ‘এই রকম ছোট ছোট অনিয়মগুলোই এক সময় বনানীর এফ আর টাওয়ার নির্মাণে অনিয়ম করার ক্ষেত্র প্রস্তুত করে দেয়।’
মোন্নাফ আলী নামে আর একজন বলেন, ‘মন্ত্রি বলে কথা ভিআইপি হলে আর কিছু লাগে না।’ এরকম আরো অনেকেই পোস্টটির নিচে নানান রকম সমালোচনামূলক মন্তব্য করেন।
এ বিষয় নিয়ে কথা বলার জন্য বাণিজ্য মন্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply