নিয়ামতুল্লাহ্ ইমন জয়পুরহাট প্রতিনিধিঃএপ্রিল ফুল ডে (ইংরেজি:April Fools’ Day) প্রতিবছর এপ্রিল মাসের প্রথম দিন পালিত হওয়া একটি দিবস। ১লা এপ্রিল। ১৪৯২ সালের এই দিনে খ্রিষ্টান রাজা ফার্ডিন্যান্ড ও রাণী ইসাবেলা স্পেনের লাখ লাখ মুসলমানকে বোকা বানিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে। সেই থেকে এই দিনটি এপ্রিল ফুল ডে হিসেবে পরিচিত। যদিও মুসলমানদের জন্য এই দিনটি অত্যন্ত মর্মান্তিক ও কষ্টের দিন। ৭১১ খ্রিস্টাব্দ। মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ মুসা ইবনে নুসাইরের আদেশে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৭ হাজার সৈন্য নিয়ে অত্যাচারী রাজা রডরিকের ১ লাখ ২০ হাজার সৈন্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঐতিহাসিক স্পেন জয় করেন।
এই বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী ৮০০’ বছর মুসলমানরা, স্পেনে আধিপত্য বিস্তার করে।এই ৮০০’ বছরে স্পেনে জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য- সংস্কৃতি ও সভ্যতার ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি লাভ করে। তার সাক্ষী গ্রানাডা, আলহামরা, টলোডো প্রভৃতি। এই ৮শ’ বছরের শেষের দিকে মুসলমানরা তাদের অতীত ইতিহাস-ঐতিহ্য ও আদর্শ থেকে সরে গিয়ে ভোগবিলাসিতা এবং লোভ-লালসায় জড়িয়ে পড়ে। ১৪৬৯ সালে খ্রীস্টান রাজা ফার্ডিন্যান্ড পর্তুগীজ রানী ইসাবেলাকে বিয়ে করে দুই বৃহৎ খ্রীস্টান শক্তি সম্মিলিত শক্তি রুপে আত্মপ্রকাশ করে। তারা তাদের পুরো বহর দিয়ে স্পেনে আক্রমন চালায়, আর ভীত সন্ত্রস্ত মুসলিমগন সেদিনে নিজেদের আত্নরক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। এ সময়, পহেলা এপ্রিল, ১৪৯২।
ফার্ডিনান্ড ঘোষণা করলেন, যেসব মুসলমান গ্রানাডার মসজিদগুলোতে আশ্রয় নেবে, তারা নিরাপদ। যারা নিরস্ত্রভাবে জাহাজে আশ্রয় নিবে, তারা নিরাপদ। লাখ লাখ মুসলমান আশ্রয় নিলেন মসজিদ ও জাহাজগুলোতে। ফার্ডিনান্ডের লোকেরা সবগুলো মসজিদে আগুন লাগিয়ে দিল এবং জাহাজগুলো ভাসিয়ে দিয়ে ডুবে দিলো। ফার্ডিনান্ড লাশপোড়া গন্ধে অভিভূত হয়ে হাসলেন। বললেন, হায় মুসলমান! তোমরা হলে এপ্রিলের বোকা (এপ্রিল ফুল)। শত্রুর আশ্বাসকে কেউ বিশ্বাস করে? সেই থেকে খ্রিস্টান বিশ্ব পহেলা এপ্রিলকে বোকা দিবস/ এপ্রিল ফুল হিসেবে পালন করে আসছে। এপ্রিল ফুল ডের এ মর্মান্তিক ইতিহাস জানারও পর কি আমরা এ দিনটিকে আনন্দের দিন হিসেবে পালন করতে পারি? কক্ষনোই না।
এ দিনটি আসলে হওয়া উচিত আমাদের শোকের দিন, ইসলামের শত্রুদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন।১লা এপ্রিলে যেভাবে মিথ্যা বলে রসিকতা করার চেষ্টা করা হয় তা কোন ভাবেই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না।
রাসূল সা. বলেছেন, “ধ্বংস তার জন্য- যে লোক হাসানোর জন্য কথা বলে এবং তাতে সে মিথ্যার আশ্রয় নেয়”।সুতরাং এপ্রিল ফুলের নামে আমরা কেউই কাউকে প্রতারণা করবো না এবং মিথ্যার আশ্রয় নেবো না-এই হোক আজকের দিনের অঙ্গীকার। আল্লাহ আমাদের বুঝার তওফিক দান করুন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply