জাহেদ হাছান তালুকদার:আজ রবিবার (১এপ্রিল) সকাল সাড়ে দশটায় হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের হেলাল চৌধুরী পাড়া এম কে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামার এলাকা থেকে হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয় মোহাম্মাদ হারুন বাংলা অনলাইন নিউজকে মুঠোফোনে জানায়,, এলাকাবাসীর মনে করছেন গতকালকের কাল বৈশাখী ঝড়ের কারণে আহত অবস্থায় দিশেহারা হয়ে বনের এই হরিণ টা গরুর খামার একালায় চলে আসে। স্থানীয় কিছু লোক জানায়,,খাদ্য সংকটে কারণে হয়তো
এই হরিণটি এম কে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গরুর খামারে আসতে পারে। কিন্তুু কেউ সঠিক কারণ জানাতে পারেনি। হাটহাজারী মডেল থানার সহকারি পুলিশ উপ পরিদর্শক নুরুল আমিন বাংলা অনলাইন নিউজকে জানান,ফতেপুর ইউনিয়নের এম কে রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি গরুর খামারে সকাল ১০টার দিকে হরিণটিকে আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
পরে তারা এটিকে আটক করে ,তার পর ৯৯৯ এ কল করে পুলিশকে অবহিত করে। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করি। হরিণটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply