ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার জন্য বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। দুপুর তিনটে নাগাদ সভা শুরু হচ্ছে বলে কর্মীদের গরমের হাত থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া একাধিক মঞ্চ হচ্ছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী আগে শিলিগুড়িতে সভা করবেন তারপর আসবেন কলকাতায়। মোদী এর আগে কলকাতায় সভা করেননি। মাস দুয়েক পশ্চিমবঙ্গে একই দিনে দুটি সভা করলেও কলকাতায় আসছেন এই প্রথম। সভা ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে মঙ্গলবারও সভাস্থল ঘুরে সেখানেই বৈঠক সারেন বিজেপি নেতারা।
পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়রা গত কয়েকদিনে একাধিকবার সভাস্থল ঘুরে দেখেছেন। গত বছর মেদিনীপুরে সভা করেন মোদী। সেই সভায় একটি প্যান্ডেল ভেঙে পড়ে আহত হন অনেকে। তা থেকেই শিক্ষা নিয়ে এবার ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিচ্ছেন বিজেপি নেতারা। একটি সূত্রে জানা গেছে আট লাখ লোক এনে ব্রিগেডের মাঠ ভরাতে চাইছে বিজেপি। জানা গিয়েছে মঙ্গলবার রাত থেকেই কলকাতায় আসা শুরু হবে বিজেপি কর্মীদের। যারা রাতে পারবেন না তাদের আজ সকাল দশটার মধ্যে আসতে বলা হয়েছে। একটি মঞ্চের উপর চাপ যাতে না বাড়ে তার জন্য একাধিক মঞ্চ তৈরি হচ্ছে। তাছাড়া বিশেষ প্রয়োজনে পানির পাউচের ব্যবস্থাও করেছে বিজেপি। অন্য ব্যবস্থা থাকলেও ওই ছাউনি নিয়েই বেশি আলোচনা চলছে। বিজেপির দাবি ব্রিগেডে এভাবে সভা আগে কখনও হয়নি।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরের জন্য নিজের নির্বাচনী জনসভা একদিন এগিয়ে আনলেন মমতা। আগে ঠিক ছিল ৪ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহারে সভা করে প্রচার শুরু করবেন। কিন্তু এখন জানা যাচ্ছে আজ থেকেই প্রচারের কাজে হাত দেবেন তৃণমূল সুপ্রিমো। মমতার সভা কখন শুরু হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি। একটি সূত্র বলছে মমতা কোচবিহার পৌঁছাবেন বিকেল চারটে নাগাদ। তার মানে মমতার সভা শুরুর আগেই মোদীর ভাষণ শেষ হয়ে যাবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply