দীর্ঘ আড়াই মাসের ইনজুরি কাটিয়ে এখন মাঠে ফেরার প্রহর গুনছেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। আজ বুধবার (০৩ এপ্রিল) পিএসজির হয়ে অনুশীলন করার কথা রয়েছে তার। মঙ্গলবার পিএসজি থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার গত জানুয়ারিতে ফ্রেঞ্চ কাপে স্ট্রাসবার্গের বিপক্ষে খেলার সময় পায়ের ইনজুরিতে পড়েন। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। এর মধ্যে নেইমারের অনুপস্থিতে চ্যাম্পিয়নস লীগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিদায় নিয়েছে পিএসজি।
নেইমারের ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিএসজি জানায়, ‘ইনজুরি থেকে নেইমার বেশ ভালোভাবেই সেরে উঠছেন। সে বুধবার অনুশীলনে ফিরবেন।’
ক্লাব কর্তৃপক্ষ আশা করছে ফ্রেঞ্চ কাপের ফাইনালে (২৭ এপ্রিল) মাঠে পাওয়া যাবে নেইমারকে। এদিকে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে নঁতের মুখোমুখি হচ্ছে পিএসজি। তবে ইনজুরির কারণে সেমির প্রথম লেগে খেলা হচ্ছে না ক্লাবের স্ট্রাইকার এডিনসন কাভানি, টমাস মুনিয়ের ও ফরোয়ার্ড অ্যানহেল ডি মারিয়ার।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply