জাহেদুল ইসলাম মিরাজ,চট্রগ্রাম প্রতিনিধি:ফুটন্ত কিশোর সংঘ কর্তৃক আয়োজিত ” মাদকের গ্রাস মেধার অবক্ষয়;চেতনাশীল যুব সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ এপ্রিল ২০১৯ইং বিকেল ৪.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলানায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃসাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুর রউফ । প্রধান আলোচক ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিশেষ প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা এস এম আজিজ ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এর জেলার মোঃনাশির আহমেদ, দি বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান এস এম আকাশ, সমাজসেবা অধিদপ্তরের শহর অঞ্চল-৩ এর অফিসার আশরাফ উদ্দিন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র দৃষ্টি’র নির্বাহী পরিচালক মইন উদ্দিন ফরহাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ মো: মহসিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী সদস্য আরিফুদ্দীন, এডভোকেট সাহাবউদ্দীন, এম কে আলম বাসেক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহানগর কমিটির প্রতিনিধি সাইফুল মোক্তার, কাজী তৌফিক, মহিউদ্দিন,মুন্না,মাহমুদ ফয়সাল, আল ফয়সাল, মেজবাহ উদ্দিন রাফি,ইমন,মাহিন,আনাস,নিলয় বাবলা,আসফাক,লিংকনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘মাদক’ ভয়াবহ এক মরণ নেশার নাম। এর কারণে ধ্বংস হচ্ছে দেশের মেধাবী তরুন-তরুণী।
সমাজের নিম্নস্তর থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সর্বত্রই এখন মাদকের ছড়াছড়ি। বেশির ভাগ অপরাধের সঙ্গে রয়েছে মাদকের সংশ্লিষ্টতা। মাদকে জড়িতদের কারণে চারদিকে বাড়ছে সামাজিক অবক্ষয়। ফলে তছনছ হচ্ছে সাজানো পরিবার, বাড়ছে পারিবারিক বিচ্ছেদ। আর সন্তানের হাতে পিতামাতা এবং পিতামাতার হাতে সন্তান, প্রেমিকের হাতে প্রেমিকা আবার প্রেমিকার হাতে প্রেমিক, ভাইয়ের হাতে ভাই, ছাত্রের হাতে শিক্ষক খুনের ঘটনা ঘটছে অহরহ। সমাজের ধনী, দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত কোনো শ্রেণির মানুষই রক্ষা পাচ্ছে না মাদকের ছোবল থেকে। বিশেষ করে ইয়াবা এখন তরুণ-তরুণীদের মাঝে মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে।
ফলে উঠে গেছে দেশপ্রেম, আদর্শ ও নৈতিকতা। মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা এবং জীবনীশক্তিই ধ্বংস করছে না, তারা নানাভাবে সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও নষ্ট করছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply