সৌদি আরবের মক্কা নগরীর একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।তবে সেখান থেকে ৭০০ জন ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়, মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা।
অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়।এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।আগুন লাগার পরই দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এক টুইটে বলে,আগুন লাগার সময় ওই হোটেলে ওমরা পালন করেতে আসা ৭০০ জন ছিলেন।তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগেও ২০১৫ সালে মক্কার একটি হোটেলে আগুন লাগে।তখনো ওই হোটেলের নাম উল্লেখ করা হয়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply