২০১৭ সালে টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সাকিব ও মুশফিক।
এর আগে, গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব ও মুশফিক। এবার ক্রিকেট অস্ট্রেলিয়াও এই দুজনকে বেছে নিল।
২০১৭ সালে টেস্টে অসাধারণ কিছু জয় পায় বাংলাদেশ, যেগুলোতে দারুণ অবদান ছিল সাকিবের। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে দুর্দান্ত অবদান রাখেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৮৪ রান এবং ১৫৩ রানে ১০ উইকেট নেন সাকিব। এ বছর উইকেট নিয়েছেন ২৯টি। মোট রান করেছেন ৬৬৫, যার গড় ৪৭.৫ রান। ক্যারিয়ারের একমাত্র টেস্ট ডাবল সেঞ্চুরিটিও ২০১৭ সালে করেন সাকিব। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ক্রিকেট অস্ট্রেলিয়া সাকিবকে বর্ষসেরা দলে স্থান দেয়।
এদিকে, এ বছর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেন তিনি। তার মোট রান ৭৬৬ এবং গড় ৫৪.৭১। একই সঙ্গে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে বর্ষসেরা টেস্ট দলের উইকেটরক্ষকও নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলের ওপেনার নির্বাচিত হয়েছেন ডিন এলগার ও ডেভিড ওয়ার্নার। পরের তিনটি পজিশনে রয়েছেন যথাক্রমে চেতেশ্বর পূজারা, স্টিভেন স্মিথ ও বিরাট কোহলি। একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে সাকিবের পাশাপাশি রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। একমাত্র স্পেশালিস্ট স্পিন হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে রয়েছেন নাথান লায়ন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল: ডিন এলগার (দ.আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতশ্বর পুজারা (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ), রবিন্দ্র জাদেজা (ভারত), কাগিসো রাবাদা (দ.আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply