কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া প্রতিনিধিঃ সরকার যেখানে ছাত্র নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেখানে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের সহকারী শিক্ষক মামুনার রশিদ ছাত্রদের পেটাতে ব্যাস্ত। আজ বেলা ১২ টার দিকে স্কুলের ক্লাস রুমে বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণীর শ্রেণীর মেধাবী ছাত্র রায়হান ইসলাম জীবন সহ তিন ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ইংরেজির শিক্ষক রশিদ। রায়হান ইসলাম জীবন বলেন, হঠাৎ স্যার আমাকে বলে তুমি ক্লাসরুমে ধুমপান করিস।
আমি স্যারের অভিযোগ অস্বীকার করলে স্যার আমাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ি। মামুনার রশিদ স্যার প্রায়ই ছাত্র-ছাত্রীদের এভাবে পেটান বলেও জানান তিনি। শুধু আমাকে না আমার আর এক বন্ধুকেও পিটিয়েছে স্যার। পরে আমার পরিবারের সদস্যরা আমাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। আমার রোল ৩। রায়হান ইসলাম জীবন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়ার শামিদুল ইসলামের ছেলে।
এদিকে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানান, স্যার প্রায়ই শিক্ষার্থীদের পেটায় আর ধুমপানের অভিযোগ দেন। ইংরেজি শিক্ষক মামুনার রশিদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরা প্রায়ই ক্লাসরুমে ধুমপান করেন। আর দেশলাইয়ের কাঠি মেয়েদের দিকে ছুঁড়ে ফেলে।
আজ মেয়েরা এমন অভিযোগ করলে আমি প্রমাণ পেয়ে রাগের মাথায় একটু মারধর করেছি। আমার জায়গায় আপনি হলে কি করতেন? সরকার শিক্ষার্থীদের মারধর করতে নিষেধ করেছেন। আমি ভুল করেছি।
পরে আপনার সাথে যোগাযোগ করব বলে ফোন রেখে দেন। এদিকে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণভাবে নিষেধ। ছাত্র নির্যাতনের কোন অভিযোগ আমার কাছে আসেনি অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply