হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। আমি একবার আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনার হাদীস শুনি কিন্তু মনে রাখতে পারি না । রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তোমার চাদর বিছাও। আমি চাদর খানা বিছালাম।
তিনি চাদরের উপর হাতের মুঠ ভরে কিছু দান করলেন এবং ঐ চাদরখানা আমার সিনার সাথে মিলাতে আদেশ দিলেন। আমি সিনার সাথে মিলায়ে রাখলাম। এ ঘটনার পর আমি আর রাসূল পাক (সাঃ) এর কোন কথা ভুলিনি।
দু’ডোল এলেম:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলেপাক (সাঃ) থেকে দু’ডোল এলেম মুখস্থ করেছি। এর মধ্যে হতে এক ডোল এলেম আমি তোমাদের কাছে সাধারণভাবে বর্ণনা করে দিয়েছি। কিন্তু দ্বিতীয় ডোল এলেম যদি আমি তোমাদের কাছে বর্ণনা করি তবে তোমরা আমাকে গলাকেটে হত্যা করবে।
মানুষ মরণশীল:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) শেষ জীবনে এক রাতে আমাদেরকে নিয়ে এশার নামাজ আদায় করলেন। সালাম ফিরাবার পর তিনি দাড়ায়ে বললেন, তোমরা এখন এ রাতকে দেখছে পারছ না?
এ রাত হতে একশত বছর পর বর্তমানে যারা আছেন, তারা কেউ বেঁচে থাকবে না অর্থাৎ সবাই মারা যাবে, তারপর এভাবে আর একদল আসবে মারা যাবে, এভাবে কিয়ামত পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply