হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মসজিদে দাড়িয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ! আমরা কোন স্থান থেকে ইহরাম বাঁধব? রাসূলেপাক (সাঃ) বললেন, মদীনাবাসীরা যুল হোলাইফা হতে ইহরাম বাঁধবে।
নজরবাসীরা ক্বরন হতে আর শাম দেশের অধিবাসীরা জোহফা হতে ইহরাম বাঁধবে। এবং ইয়ামানবাসীরা ইয়ালামা লাম থেকে ইহরাম বাঁধবে।
ইহরামকারী ব্যক্তি সেলাইবিহীন কাপড় পরিধান করবে:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (সাঃ) এর কাছে জিজ্ঞেস করলেন, ইহরামকারী ব্যক্তি কি কাপড় পরিধান করবেন? উত্তরে রাসূলপাক (সাঃ) বললেন, জামা, পায়জামা, পাগড়ী, সেলাইকৃত কাপড় এবং জাফরান দ্বারা রং হয়েছে এমন কাপড়, পরিধান করতে পারবে না।
ইহরামকারীর নিকট জুতা না থাকলে সে মোজা পরিধান করবে কিন্তু তা টাখনুর নীচে থাকতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply