হাদীস: হযরত উকবা ইবনুল হারিস (রা) থেকে বর্ণিত, তিনি আবু ওহাব ইবনে আযীয (রা) এর কন্যাকে বিয়ে করলে তার কাছে একজন স্ত্রী লোক এসে জানালেন, আমি উকবা (রা) কে এবং সে যাকে বিয়ে করেছে তাকে দুধ পান করিয়েছি। উকবা (রা) তাকে বললেন, আমি এ সম্পর্কে কিছুই জানি না। আর তুমি আমাকে একথা জানাওনি।
এরপর তিনি মদীনায় আল্লাহর রাসূল (সাঃ) এর নিকট গেলেন এবং জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, এ কথার পর তুমি কিভাবে তার সাথে বসবাস করবে? অতঃপর উকবা (রা) তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং সেই মহিলা অন্য পুরুষের সাথে বিয়ে বসেন।
পায়ের গোড়ালি শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তিঃ
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) বর্ণনা করেন, আমাদের এক সফরে আল্লাহর রাসূল (সাঃ) পিছনে রয়ে গেলেন। অতঃপর তিনি আমাদের কাছে এমন সময় পৌছলেন, যখন আসর নামাজের প্রস্তুতিতে দেরী হয়ে গিয়েছিল। আমরা অযু করতে গিয়ে পা মোটামুটিভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম।
এমন সময় নবী করীম (সাঃ) উচ্চৈঃস্বরে বললেন, পায়ের গোড়ালী শুকনো থাকার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তিনি এ কথা দু’বার অথবা তিনবার বললেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply