হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন অপবিত্রতা থেকে গোসল করতেন, তখন তিনি তার দু’হাত ধুয়ে নিতেন। তারপর নামাজের অযুর মতো অযু করতেন।
তারপর তিনি আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। তারপর উভয় হাত দিয়ে তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। অতঃপর তিনি সারা শরীরের উপর পানি ঢেলে দিতেন।
হাদীস: হযরত মায়মুনা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) নামাজের অযুর মত অযু করলেন, তবে পা ধুলেন না এবং তাঁর লজ্জাস্থানও যে স্থানে অপবিত্রতা তা ধুয়ে নিলেন।
অতঃপর নিজের শরীরের মধ্যে পানি ঢেলে দিলেন। তারপর সেখান থেকে সরে গিয়ে পা ধুয়ে নেন। এটাই ছিল তার অপবিত্রতার গোসল।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply