সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ হঠাৎ করে ডাউন হওয়ার দীর্ঘ আড়াই ঘণ্টা পর ফের সচল হয়েছে। এ সময়টাতে ফেসবুক বন্ধ থাকার কারণ ভোগান্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের।
রোববার (১৪ এপ্রিল) বিকেল ৪টা (বাংলাদেশি সময়) থেকে ফেসবুক সাইট ও অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এসময় যারা সচল নেই তাদের আইডিতে নতুন করে প্রবেশ সম্ভব হচ্ছিল না। তাছাড়া যারা আগে থেকে সচল ছিলেন তারা কোন ফিচার ব্যবহার করতে পারছিল না।
ধারণা করা হচ্ছে, কারিগরি সমস্যার জন্যই এই সাইটটিতে প্রবেশ করতে পারছিলো না ব্যবহারকারীরা।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই এ সমস্যা দেখা দিয়েছিলো বলে জানিয়েছে আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যম।
যুক্তরাজ্যের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক সার্ভারে সমস্যার কারণে ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হয়েছে।
বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেওয়ার ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ কর্তৃপক্ষ ২ হাজারের বেশি অভিযোগ পেয়েছে বলে জানিয়েছে।
ফেসবুকের নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বড় একটি অংশ। এশিয়ার কিছু অংশেও এ সমস্যা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় ১১টা থেকে এ ধরণের সমস্যা শুরু হয়।
ফেসবুকের পাশাপাশি একই ধরনের সমস্যা দেখা যায় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে।
তবে, মার্ক জুকারবার্গের মালিকানাধীন ফেসবুক-ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার কোনো কারণ এখনো জানানো হয়নি।
এর আগে গত মার্চেও ফেসবুককে বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। ১৩ মার্চ থেকে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারিগরি ত্রুটিতে ফেসবুক সেবা ব্যবহার বাধাগ্রস্ত হয়েছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply