হাদীস: হযরত উম্মে আতিয়া (রা) হতে বর্ণিত। তিনি বলেন রাসূলেপাক (সাঃ) এর কন্যা হযরত যয়নাব (রা) এর মৃত্যুর পর তার গোসল দেয়া সম্পর্কে মহিলাদেরকে বলেছেন, তারা যেন ডান দিক থেকে গোসল আরম্ভ করে এবং তার অযুর স্থানগুলো যেন ডান দিক থেকে ধোয়া আরম্ভ করে।
যেকোন কাজ ডান দিক হতে শুরু করা:
হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী করীম (সাঃ) যেকোন কাজ ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। যেমন জুতা পায়ে দেয়া, মাথা আচড়ানো, অযু করা, গোসল করা, এমননিভাবে প্রত্যেক কাজ তিনি ডান দিক থেকে আরম্ভ করতেন।
রাসূলুল্লাহ (সাঃ) এর বিশেষ মো’জেযা:
হাদীস: হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে দেখেছি কোন এক সময় সফরের মধ্যে আসরের নামাযের সময় হলো, লোকেরা অযু করার জন্যে পানি খোঁজ করতে আরম্ভ করলেন। কিন্তু তারা অযু করার জন্য পানি না পেয়ে অবশেষে রাসূলুল্লাহ (সাঃ)এর খেদমতে একটি পাত্রে করে সামান্য অযুর পানি নিয়ে হাযির হলেন।
অতঃপর রাসূলেপাক (সাঃ) উক্ত পাত্রে স্বীয় হাত মোবারক রাখলেন। আর উপস্থিত লোকদেরকে বললেন, তোমরা এ পাত্রের পানি দ্বারা অযু করতে থাক। হযরত আনাস ইবনে মালেক (রা) বলেন, আমি দেখতে পেলাম রাসূলেপাক (সাঃ) এর হাতের আঙ্গুলির নিচ দিয়ে পানি উথলিয়ে উঠছে।
উপস্থিত সকলেই ঐ পানি দিয়ে অযু করলেন। হযরত আনাস (রা) কে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আমরা ৮০ জন অথবা তারও অধিক ছিলাম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply