হাদীস: হযরত আবু বুরদাহ ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস (রা) হযরত মুসা আশ আরী (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার নবী করীম (সাঃ) এর খেদমতে উপস্থিত হলাম। আমি দেখতে পেলাম, রাসূলেপাক (সাঃ) তাঁর হাত মুবারক দ্বারা মেসওয়াক করতেছিলেন।
মেসওয়াক রাসূলেপাক (সাঃ) এর মুখে ছিল। তাঁর মুখ থেকে যেন উ-ঊ শব্দ বের হতে ছিল। মনে হচ্ছে যেন তিনি বমি করতেছেন।
নিদ্রা ভঙ্গের পর মুখ ও দাঁত পরিস্কার করা:
হাদীস: হযরত হুয়াইফা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) রাতে যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি মেসওয়াক দিয়ে তাঁর মুখ মোবারক পরিষ্কার করতেন।
বড়দের প্রাধান্য দেয়া:
হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, আমি স্বপ্নে দেখলাম একটি মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করছি। এমন সময় আমার কাছে দু’ব্যক্তি আগমন করলেন, যাদের একজন অন্যজন হতে বয়সে বড় ছিলেন।
আমি আমার মেসওয়াকখানা বয়সে যে ব্যক্তি ছোট, তাকে প্রদান করলাম। তখন স্বপ্নে আমাকে বলা হল বয়সে যিনি বড় তাকে মেসওয়াক প্রদান করুন। অতঃপর আমি যাদের উভয়ের মধ্যে যিনি বড় তাঁকে তা প্রদান করলাম।
ঘুমানোর দোয়া:
হাদীস: হযরত বারা ইবনে আযেব (রা) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যখন তুমি শয়ন করার জন্য বিছানায় আসবে তার পূর্বে নামাযের অযুর ন্যায় অযু করে নিবে তারপর ডান পাশে শুয়ে পড়বে এবং এই দোয়া পাঠ করবে-“হে আল্লাহ! আমি আমাকে আপনার হাতে সোপর্দ করলাম।
আমি আমার কাজ কর্ম, আমার সকল আশা ভরসা এবং ভয়ভীতি সহকারে আমি আমার পিঠকে আপনার হাতে অর্পণ করলাম। আপনি ছাড়া আমার কোন আশ্রয়স্থল এবং মুক্তির স্থান নেই। হে আল্লাহ আপনি যে কিতাব অবতীর্ণ করেছেন এবং যে নবী প্রেরণ করেছেন তাঁর উপর আমি ঈমান গ্রহণ করলাম।”
রাসূলেপাক (সাঃ) বলেন, এ দোয়া পাঠ করার পর যদি তুমি এ রাতেই ইন্তেকাল কর তা হলে তুমি দ্বীনের উপরই ইন্তেকাল করবে।
রাসূলেপাক (সাঃ) আরো বলেন, উপরের দোয়াটি তুমি তোমার সব কথাবার্তার শেষে আদায় করবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply