নাটোর অফিসঃ নাটোরে কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ শুক্রবার গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হাসান দিনভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
উপজেলার তুলাধানা এলাকায় কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে অভিযানকালে এক্সকভেটের মালিক ও জমির মালিক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর উপস্থিতি টের পেয়ে পালায় এসময় পুকুর খননে ব্যবহৃত এক্সকভেটের অকেজো করতে ২টি ব্যাটারি ও ১টি টুল বক্স জব্দ করা হয়ছে।
এছারাও ধানুড়া (মিলকি) এলাকায় তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার সময় পুকুর খননের ঠিকাদার জাহাঙ্গির কে জিজ্ঞাসা বাদ করা হয় আপনাকে কে অনুমতি দিয়েছেন। তিনি বলেন আমি থানায় টাকা দিছি শামীম হোসেন নামের এক ব্যক্তির কাছে শামিম দাবি করেন তিনি থানার এস আই এ সময় তার (জাহাঙ্গির) বক্তব্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তার মুঠোফোনে রেকর্ড করেন তিনি বলেন কে এই শামিম তার শাস্তির ব্যবস্থা আমি করব পরে জাহাঙ্গির কে ছেড়ে দেয়া হয়। পুকুর খননে ব্যবহৃত এক্সকভেটের অকেজো করতে ২টি ব্যাটারি ও ১টি টুল বক্স জব্দ করা হয়ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply