লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা করিম বেনজেমাকে ‘বিশ্বের সেরা নাম্বার নাইন’ বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ৩-০ গোলে ম্যাচটি জেতে রিয়াল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে হেডে দলকে এগিয়ে নেন বেনজেমা। ৭৬তম মিনিটে আরেকটি হেডে ব্যবধান দ্বিগুণ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
রিয়ালের শেষ আটটি গোলের সবকটিই করলেন বেনজেমা। ২১ গোল নিয়ে লা লিগার চলতি আসরে গোলদাতার তালিকায় লুইস সুয়ারেসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৩০ গোল।
ম্যাচের পর বেনজেমার প্রশংসা করে জিদান বলেন,‘আমার কাছে করিম বিশ্বের সেরা নাম্বার নাইন, যদিও অনেক ভালো খেলোয়াড় আছে এবং অন্যরা হয়তো অন্য কাউকে বেছে নিতে পারে।’
‘তার গোলগুলি চিত্তাকর্ষক এবং আমি তার জন্য খুশি। তার নিজের উপর আত্মবিশ্বাস আছে, সবসময় উন্নতি করার লক্ষ্য স্থির রাখে।’
চলতি লিগে ৩৩ ম্যাচে ২০ জয় ও চার ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৪। সমান ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply