হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) সহবাসের পর দেহ পবিত্র করার জন্য গোসল করতেন তখন প্রথমে তিনি উভয় হাত মুবারক ধৌত করে নিতেন। তারপর নামাযের অযুর ন্যায় অযু করে নিতেন। তারপর পানিতে আঙ্গুলী মুবারকসমূহ ভিজায়ে অঙ্গুলী মুবারক দ্বারা মাথা মুবারকের বাবরী চুলের জটগুলো খেলাল করতেন তারপর উভয় হাত মুবারক দিয়ে তিন কোষ পানি মাথায় বহিয়ে দিতেন। তারপর সমস্ত চেহারা মুবারকের উপর পানি ঢেলে দিতেন।
স্বামী-স্ত্রী একত্রে গোসল করা:
হাদীস: উন্মুল মু’মিনীন হযরত আয়েশা (রা) বলেন, আমি এবং নবী করীম (সাঃ) একই পাত্র হতে পানি দ্বারা একসাথে পবিত্র হওয়ার জন্য গোসল করতাম। যে পাত্রটির পানি দিয়ে গোসল করতাম সে পাত্রটির নাম ফারুক।
কতটুকু পানি দিয়ে রাসূলুল্লাহ (সাঃ) গোসল করতেন:
হাদীস: হযরত আবু জাফর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক সময় আমি ও আমার পিতা হযরত জাবের (রা) এর কাছে ছিলাম। তাঁর কাছে আরো লোক উপস্থিত ছিলেন। তারা হযরত জাবের (রা) এর গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তরে জাবের (রা) বললেন এক সা অর্থাৎ সাড়ে তিনসের পানিই তোমার জন্য যথেষ্ট হবে।
তার পর উপস্থিত লোকদের একজন তাঁকে বললেন, এক সা’পানি আমার জন্য যথেষ্ট নহে। তখন হযরত জাবের (রা) বললেন, এ সা’পানি ঐ সন্মানিত ব্যক্তির (রাসূল (সাঃ) জন্য যথেষ্ট ছিল। যার মাথার চুল তোমার হতে অধিক ছিল এবং যিনি তোমার থেকে অধিক উত্তম ছিলেন। অতঃপর তিনি এক কাপড় পরিহিত অবস্থায় আমাদের ইমামতি করতেন।
গোসলের সময় মাথায় তিনবার পানি দিতে হবে:
হাদীস: হযরত যুবাইর ইবনে মুতয়েম (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী করীম (সাঃ) বলেছেন, আমি আমার মাথায় তিনবার করে পানি ঢেলে থাকি। অতঃপর দু’হাত দিয়ে ইশারা করে দেখালেন।
রাসূলুল্লাহ (সাঃ) এর গোসল:
হাদীস: উম্মুল মু’মিনীন হযরত মায়মুনা (রা) বলেন, আমি হযরত রাসূলুল্লাহ (সাঃ) এর পবিত্র গোসলের জন্য পানি রাখলাম। হুযূর পাক (সাঃ) উক্ত পানি দিয়ে প্রথমে নিজের হাত মুবারক দু’বার অথবা তিনবার করে ধৌত করলেন। তারপর ডান হাত দিয়ে বাম হাত পানি নিয়ে নিজের পুরুষাঙ্গ ধৌত করলেন, তারপর হাত মুবারক মাটিতে মালিশ করলেন।
তারপর কুলী করলেন নাকে পানি দিলেন এবং চেহারা মুবারক ও উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করলেন, তারপর পূর্ণ চেহারা মুবারক পানি ঢেলে দিলেন। তারপর উক্ত স্থান হতে একটু সরে গিয়ে পা মুবারক ধৌত করে নিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply