নাটোরের লালপুরে কাঁচা আম বিক্রি হচ্ছে ১ থেকে দেড় টাকা কেজি দরে। গত রবিবার কালবৈশাখী ঝড় ও শিলের আঘাতে ফেটে চৌচির হওয়া সহ ঝরে পড়েছে মৌসুমী ফসল আম।
লালপুর উপজেলার দুড়দুড়ীয়া,মনিহারপুর,ভেল্লাবাড়ীয়া,সুলতানপুর,গন্ডবিল,মহারাজপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা যায়,ঝড়ে পড়া আম গুলো মৌসুমী ফড়িয়া ব্যবসায়ীরা ১থেকে দেড় টাকা কেজি দরে ক্রয় করে,জেলার বিভিন্ন স্থানে পাইকারি দরে বিক্রি করছে। গন্ডবিল এলাকার মৌসুমী আম ব্যবসায়ী (ফড়িয়া) আমিরুল ইসলাম বলেন,আমি ঝড়ে পড়া আমগুলি এলাকা থেকে ১-দেড় টাকায় কিনে সেগুলো বস্তা করে ভ্যান যোগে দেশের বিভিন্ন স্থানে খুচরা আড়াই থেকে ৩ টাকায় বিক্রয় করছি।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন,কাল বৈশাখীর ঝড়ে আম ঝরে পড়ার কারণে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে তবে শিলার আকার তুলনা মূলক ছোট হওয়ায় খুব বেশি ক্ষতি হবেনা বলে আশা করা যাচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply