চট্টগ্রামের লালদীঘি ময়দানে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা। এবার এ খেলার ১১০ তম আসর বসবে। বলী খেলা উপলক্ষে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বৈশাখী মেলার কার্যক্রম। হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
আগামীকাল বিকালে বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মেলার প্রধান আকর্ষণ বলী খেলা। এই খেলায় সারা দেশের নামকরা বলীরা অংশ নেয়। আর খেলা দেখতে লাখো মানুষের ভিড় জমে লালদীঘি ময়দানে।
জানা গেছে, ১৯০৯ সালে বিট্রিশবিরোধী আন্দোলনকে তরান্বিত করতে চট্টগ্রামের যুব সমাজকে রণ প্রস্তুতির লক্ষ্যে বলী খেলার প্রচলন করেছিলেন প্রয়াত আব্দুল জব্বার। চট্টগ্রামের বদরপাতি এলাকার তৎকালীন ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বৃটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে এই বলী খেলা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ১১০ বছর ধরে এই বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply