হাদীস: হযরত আয়েশা (রা) বলেন, একবার হযরত ফাতেমা বিনতে আবু হোবাইম (রা) রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আমি কখনো পবিত্র হতে পারি না, আমি কি নামায ছেড়ে দিবো? উত্তরে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তা এক বিশেষ রগের রক্ত। তা হায়েজের রক্ত নহে।
সুতরাং যখন তোমার হায়েজ দেখা দিবে তখন তুমি নামায ছেড়ে দিবে। যখন হায়েজের মু্দ্দত চলে যাবে, তখন তুমি তোমার রক্ত ধুয়ে ফেলবে তারপর নামায আদায় করবে।
কাপড়ে হায়েজের রক্ত লেগে গেলে তার হুকুম:
হাদীস: হযরত আসমা (রা) হতে বর্ণিত। এক সময় কোন এক মহিলা রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে আরজ করলেন। ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে কোন মহিলার কাপড়ে যদি তার হায়েজের রক্ত লেগে যায়, তখন সে কি করবে? এ ব্যাপারে হুকুম কি? উত্তরে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তোমাদের কাপড়ে যদি কারো হায়েজের রক্ত লেগে যায় তখন তার আঙ্গুল অথবা নখ দিয়ে তা রগড়ায়ে উঠাবে।
তারপর পানি দিয়ে কাপড় ধৌত করে নিবে। তারপর ঐ কাপড় দ্বারা নামায আদায় করবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply