বাবুগঞ্জ প্রতিনিধি:বরিশাল জেলার বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠী এলাকায় সন্ধা নদী থেকে নয়ন হাওলাদার (১৫) নামের ১০ম শ্রেণির ছাত্রের বস্তাভর্তি ভাসমান লাশ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। রবিবার সকাল ৮ টায় সংবাদ পেয়ে থানার ওসি দিবাকর চন্দ্র দাস এর নেতৃত্বে আগরপুর তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় সন্ধা নদী থেকে নয়নের বস্তাভর্তি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহত নয়নের প্রতিবেশী ভরসাকাঠি গ্রামের আশিক হাওলাদার (২০) নামের এক কিশোরসহ ৩ জনকে আটক করেছে। নয়ন উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।
স্থানিয় সূত্র জানায়, শনিবার বিকালে নয়ন তার দাদা খালেক হাওলাদারের সাথে পার্শবর্তি জমিতে লাল শাক এবং পাট শাক সংগ্রহ করতে যায়। জমি থেকে নিকট দূরে কে বা করা নয়নের নাম ধরে ডাকলে সে শাক সংগ্রহ রেখে তাদের কাছে চলে যায়। দাদা ভেবেছিলেন হয়ত নয়নের বন্ধুরা তাকে ডেকেছে। এদিকে সন্ধা ঘনিয়ে এলেও নয়ন আর ফিরছেনা দেখে দাদা নাম ধরে নাতিকে ডাকাডাকি করে বাড়িতে চলে যায়। বাড়িতে নয়নকে না পেয়ে শুরু হয় খোঁজাখোঁজি । হঠাৎ নয়নের ব্যবহৃত মোবাইল থেকে চিটাগং কর্মরত তার বাবাকে পরিচয় না দিয়ে কেউ ফোন করে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে অন্যথায় তার ছেলেকে হত্যা করা হবে। তারপর থেকে নয়নের সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ।
অতপর গতকাল সকালে রমজানকাঠী এলাকার সন্ধা নদী থেকে ইট বোঝাই বস্তা বন্ধী নয়নের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নয়নের বাড়ি উজিরপুর হলেও লাশ উদ্ধার স্থল বাবুগঞ্জ থানাধীন হওয়াতে উভয় থানা পুলিশ সেখানে উপস্থিত ছিলেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শনকারী বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, নয়নকে কারা ডেকে নিয়েছিলো এবং কারা তার বাবার কাছে মুক্তিপণ দাবী করেছিলো সবকিছু তদন্ত চলছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দাবীকৃত মুক্তিপণ না পেয়ে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা রমজানকাঠীর একটি পাট ক্ষেতে নিয়ে নয়নকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার সত্যতা স্বীকার করে আগরপুর তদন্তকেন্দ্রের এস আই নাসির উদ্দিন বলেন, নয়নকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার গলা এবং মাথার বেশ কয়েক যায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যপারে উজিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply