দুস্থদের উন্নয়নের জন্য বরাদ্দকৃত ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) চাল না দিয়ে এক বৃদ্ধকে গলাধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। এতে অপমানে ওই বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম হাশেম আলী (৬৫)। আর ওই ইউপি সদস্যের নাম তরিকুল ইসলাম।
বর্তমানে ওই বৃদ্ধা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, হাশেম আলী গ্রামে গ্রামে ভিক্ষা করেন। সোমবার সুখপুকুরিয়া ইউনিয়নে ভিজিডির কার্ডপ্রাপ্তদের ৩০ কেজি করে চাল দেওয়া হয়। সংবাদ পেয়ে হাশেম আলী চাল বিতরণের স্থানে গিয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামের নিকট চাল দাবি করেন। কিন্তু দুপুরের পর ওই ইউপি সদস্য তাকে চাল না দিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেন। এরপর গ্রামের বাজারে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন হাশেম আলী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাশেম আলীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাশেম আলীর স্ত্রী তাহেরা বেগম জানান, তার স্বামী সরকারি চাল আনতে গিয়েছিল। সেখান থেকে চাল না পেয়ে ফেরার পথে বাজারে বিষ খেয়েছে। তার শরীরে প্রচণ্ড জ্বর।
এদিকে বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, হাশেম আলী চাল আনতে গিয়েছিল কি না জানি না। তবে তিনি দুপুরে বাজারে বিষ খেয়েছেন। কী কারণে খেয়েছেন তা তিনি জানেন না। হাশেম আলী এর আগেও কয়েকবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন তরিকুল ইসলাম।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply