রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধিঃবদরগঞ্জ এবং পার্শ্ববর্তী উপজেলা পারবর্তীপুর এর বাজারের সকল ব্যবসায়ী জিম্মি এই সাপুরে সন্ত্রাসীদের কাছে। বিশাক্ত সাপ গলায় পেচিয়ে এরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং পথচারীদের কাছ থেকে ইচ্ছামত চাদাবাজি করছে। ৫/১০ টাকায় এরা খুশি নয় এরা, কম করে হলেও ২০ টাকা নিয়েই সাপ থেকে মুক্তি। ভয়ালদর্শন সাপ দেখে পথচারী, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং ব্যবসায়ী কেউ বাকি নাই টাকা দেবার। ছবি সংগ্রহের সময় জিজ্ঞাসা করলাম কেন এইভাবে সাপের ভয় দেখিয়ে টাকা উঠাচ্ছেন।
খুব আক্ষেপের সাথে রুবিনা নামের মহিলাটি জানালেন তাদের অসহায়ত্বের কথা, একটা সময় হাটে বাজারে সাপের খেলা দেখিয়ে তারা তাদের সংসারের এবং সাপের ভরনপোষণ করতেন।
এখন আর সাপের খেলা কেউ দেখে না এবং তাদেরও সাপের খেলা দেখানোর আগ্রহ থেকে সাপ দেখিয়ে চাদা আদায় করা সহজ আয়ের পথ করে দিয়েছে। সাধারণ মানুষ কে ভয় দেখিয়ে টাকা না নেবার জন্য অনুরোধ করে কোন লাভ হলো না। প্রশাসনের উদ্যোগে এই চাদাবাজি সাময়িক বন্ধ হতে পারে কিন্তু এরা তো থেমে থাকবে না চলে যাবে অন্য কোন এলাকার মানুষ কে ভয় দেখাতে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply