রাকিবুজ্জামান,রংপুর প্রতিনিধি:সুপার সাইক্লোন ফনির আশংকায় রংপুরের চাষিরা বিপাকে, আধা কাচাপাকা ধান ক্ষেত রেখে তাদের অসহায়ত্বের দিনরাত কাটছে। শুধু ধান নয়, লক্ষাধিক হেক্টরের ভুট্টা চাষির মনেও শংকার গারো দাগ। জেলা প্রশাসন থেকে গতকাল থেকে সকল মসজিদ, মন্দির এবং গ্রামে গ্রামে মাইকিং করে যাদের ৭০/৮০ ভাগ পাকা ধান মাঠে আছে তাদের কে ধান সংগ্রহ করে নিরাপদ স্থানে নিয়ে যেতে বলা হয়েছে।
ধানের জন্য বিখ্যাত এই অঞ্চলের কৃষক দের ফসল এবং জানমাল রক্ষার জন্য বিশেষ দোয়া এবং মোনাজাত করা হচ্ছে সকল মসজিদে। আবহাওয়া অফিস জানিয়েছে সাইক্লোন ফনি রংপুরে আঘাত হানবে তবে তার শক্তি ততক্ষণে অনেক হ্রাস পাবার পরে। তাই আশা করা যায় ক্ষতির মাত্রা অনেক কম হবে। গতকাল থেকেই আকাশ মেঘলা এবং গত রাত থেকেই থেমে থেমে রংপুরে সকল থানাতেই বৃস্টিপাত হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply