ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের কিশোরদের মধ্যকার চলমান সিরিজের সূচী। সিরিজের দ্বিতীয় ৩ দিনের ম্যাচ রবিবার (৫ মে) খুলনায় শুরু হওয়ার কথা থাকলেও সেটা একদিন পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে সোমবার (৬ মে)।
দুইটি ৩ দিনের ম্যাচ ও ৩টি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম ৩ দিনের ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ৩ দিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল ৫ মে। কিন্তু গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আবহাওয়া ক্রিকেট খেলার অনুকূলে নেই।
ঝড়ো হাওয়া এবং ভারি ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফলে চলমান সিরিজের সূচী পরিবর্তন করতে হয়েছে।
আবহাওয়া অফিসের সংবাদ অনুযায়ী, শনিবার (৪ মে) থেকেই ঘূর্ণিঝড় ফণী দুর্বল হতে শুরু করেছে। তাই একদিনই পেছানো হয়েছে ম্যাচ। পূর্বনির্ধারিত ৫ মে হতে শুরু হতে যাওয়া ম্যাচটি শুরু হবে ৬ মে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ মে, ১৩ মে ও ১৫ মে। সবগুলো ম্যাচই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে। পাকিস্তান দল বাংলাদেশ ত্যাগ করবে আগামী ১৬ মে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply