কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃচলতি মে এর গেল ৪ তারিখ কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে দিনব্যাপী নানা কর্মসূচীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠানের আয়োজনে করে কুষ্টিয়া জেলা পুলিশ। যেখানে অংশ নেয়ার কথা ছিলো স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন,বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর ড.মোঃ জাবেদ পাটোয়ারী’র মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।
ঘূর্ণিঝড় ফণীর হঠাৎ আবির্ভাবে সারাদেশের সকল প্রকার কার্যক্রমের সাথে, আলোর বাতি নিভে যায় এ অঞ্চলে অপেক্ষায় থাকা ভালো পথে ফিরতে আত্মসমর্পণকারী মাদক ব্যাবসায়ীদের। ফণী’র কারনে স্থগিত করা হয় বহুল আলোচিত এই আয়োজন। স্রষ্টার কৃপায় ভয়াবহ ফণী বেশ খানেকটা নিরব হয়ে পড়লে সারাদেশেই শুরু হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
এ প্রসঙ্গে কুষ্টিয়ার সীমান্তবর্তী থানা দৌলতপুরের ওসি নজরুল ইসলাম জানিয়েছেন– বহুল আলোচিত কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “মাদক বিরোধী সমাবেশ ও মাদক ব্যবসায়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৬ মে রোজ সোমবার সকাল দশটায় কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।
গত ৪ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ফনীর পূর্বাভাসে তাৎক্ষণিক স্থগিত করা হয়েছিল । সকলকে অনুষ্ঠানে যোগ দিয়ে সফল করতে আহবানও জানিয়েছে প্রশাসন। পূর্ব নির্ধারিত অতিথি সবাই থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply