____শব্দের সন্ধানে____
——-সাদিয়া শারমিন
কতোদিন আজ আমি শব্দ থেকে দূরে
আর শব্দ ও আমার থেকে…।
এই কয়দিনে অনেক কবিতা হারিয়ে গেছে;
শব্দের জালে আটকা পড়েনি কোন কবিতা।
কবিতা বিরহে কবি আজ ম্লান,বেদনা বিধুর,জর্জরিত।
শব্দ কুড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরছি এখানে,ওখানে,সবখানে….।
শব্দ গুলোকে আজ জব্দ করবো কাব্যের পুটলিতে।
তারপর, অবসরে গাঁথবো কবিতা মালা।
পদ্ম সরোবর থেকে শুরু করে কর্ণফুলী আজ চষে বেড়াবো।
খুঁজবো নতুন কিছু শব্দ,বানাবো অন্যরকম একটি কবিতা।
শব্দ বাঁশির সুরে ডাকবো কবিতাকে,
গাঙচিলের ডানায় লিখবো কিছু শব্দ।
সন্ধ্যের লগ্নে ভাসাবো এক মুঠো শব্দ,
পাণ্ডুলিপি ভরাবো আলো – আঁধারি শব্দে।
যদি হয়ে উঠে একটি কবিতা!
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / এস.এস
Leave a Reply