এসএসসির ফল প্রকাশের পর নিজের ফল সন্তোষজনক না হওয়ায় হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সুমি নামের এক ছাত্রী। ওই ছাত্রীকে গুরুতর অসুস্থ্ অবস্থায় সোমবার সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী গ্রামে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে- এসএসসি পরীক্ষার ফলাফল পাওয়ার পর সোমবার দুপুরে সে নিজ বাড়িতে হারপিক পান করে। সুমি উপজেলার সাবগাড়ী গ্রামের শামীম আহমেদের মেয়ে। সে এবছর সিংড়া উপজেলার বিলদহর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
সুমির পরিবার জানায়- সুমি গুরুদাসপুরের নাজিরপুর পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় ফেলের খবর শুনে সে টয়লেটে ঢুকে হারপিক পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। হারপিকে এসিড থাকে। বিধায় ওই ছাত্রীর খাদ্যনালীতে ক্ষত সৃষ্টি হয়ে মারা যেতে পারে বলে তার ধারনা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply