নিলয় ধর,যশোর প্রতিনিধি:শ্রমিকদের বিক্ষোভ – মিছিল, রাজপথ,রেলপথ অবরোধে উত্তাল হয়ে উঠেছে। বকেয়া মজুরী, মজুরী কমিশন গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড এবং বদলি শ্রমিকদের স্থায়ীকরণ সহ ৯ দফা দাবিতে উৎপাদন বন্ধ রেখেছে।
খুরাষ্ট্রাও ৯ টি পাটকলের শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পঞ্চমদিনের মত প্রায় অর্থ লাখ শ্রমিক কর্মচারী যথারীতি কাজে যোগ না দেওয়ায় মিলের উৎপাদন বন্ধ রয়েছে।
একই দাবিতে বিকেল ৪ টা থেকে পূর্ণনিধারিত কর্মসূচী অনুযায়ী নগরের খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা।
পাশাপাশি শ্রমিকরা রাজপথে নামাজ আদায় এবং ইফতারি করবেন। খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর ও দৌলতপুর জুট মিল, দিঘলিয়া উপজেলায় স্টার জুট মিল, অটরা শিল্প এলাকার আলিম ও ইস্টার্ন এবং যশোরের নওপাড়ায় অবস্থিত।
গরবিবার থেকে বকেয়া মজুরী পরিশোধের দাবিতে মিলের উৎপাদন বন্ধ রেখে আন্দোলনে নামে শ্রমিকরা। গত বুধবার দুপুরে ঢাকার বাংলাদেশ পাটকল করপোরেশনের বিজিএমসি কর্মচারী ইউনিয়নের সিবিএ কার্যালয়ে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ ও নন সিবিএর বৈঠকে ১৩ ই মে থেকে সারাদেশে পাটকলগুলোতে ধর্মঘট চলাকালে প্রতিদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাজপথ ও রেলপথে অবরোধ করা হবে এবং ইফতার করার সিধান্তই রাজপথে।
সুযোগ সুবিধা দেওয়া সহ ৯ দফা বাস্তবায়োনে দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে পাটকল শ্রমিকরা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply