আজ বাংলাদেশ ডাক বিভাগ-এর কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং ২০১৯ এ অংশগ্রহণ করল বাংলাদেশ ডাক বিভাগ।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমূখ।
ইনোভেশন শোকেসিং ২০১৯ এ প্রদর্শিত উল্লেখযোগ্য উদ্ভাবনীগুলোর মধ্যে ছিলো বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ বিটিআরসি এর আইএমইআই ডাটাবেস ও এনওসি স্বয়ংক্রিয় করণ এবং কেন্দ্রীয় বায়োমেট্রিক যাচাইকরণ প্লাটফর্ম, বিটিসিএল এর বিটিসিএল ডায়ালার এবং টেলিটক এর শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর্তি ব্যবস্থা ও ফলাফল যাচাইকরণ এবং আইভিআর ব্যবহার করে দুর্যোগের আগাম বার্তা প্রদান।
এই উদ্যোগটির সার্বিক সহায়তায় ছিলো এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ, ইউএস এআইডি এবং ইউএনডিপি।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply