ব্যস্ত রাস্তা। রাস্তায় পড়ে আছে ডিমের কুসুম আর সাদা অংশের প্রলেপ। পাশে একটি মিনি ট্রাক দাঁড়ানো। ট্রাকের ড্রাইভার হেলপার ডিমের কেইস গুলো গুছিয়ে তুলছে। কিছু মানুষ অপেক্ষাকৃত কম ভাঙা ডিম সংগ্রহে ব্যস্ত। চিত্রটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিরপাড় এলাকার। ডিমগুলো ছিল মিনি ট্রাকের ওপর, আর ট্রাকটি সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। ঘুষ না দেয়ায় পুলিশ ডিমগুলো রাস্তায় ফেলে দিয়েছে বলে ডিম ব্যাবসায়ী অভিয়োগ করেছে।
ডিম ব্যবসায়ী জানায়, বৃহস্পতিবার ভোরে ৩৫ হাজারের কিছু বেশি ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখদ থেকে নাটোরে যাচ্ছিল। আগ্রান সূতিরপাড় এলাকায় মিনি ট্রাকটির চাকা পাংচার হয়ে গেলে সেটি পাশের ফিডার রোডে নেমে যায়। বনপাড়া হাইওয়ে পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে একটি টিম পাঠায়। এ সময় পুলিশ সদস্যরা পিক-আপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ দাবী করে। আমরা এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা পিক-আপের ডিমের খাঁচি বাঁধার রশি চাকু দিয়ে কেটে দেয়। এতে ডিমের খাঁচি রাস্তায় পড়ে অধিকাংশই ভেঙ্গে নষ্ট হয়ে যায়।
বনপাড়া হাইওয় থানার ওসি আলিম হাসান শিকদার রশি কেটে ডিম ফেলে দেয়ার বিষয়টি সঠিক নয় দাবী করে জানান, পিকআপটির চাকা পাংচার হওয়ায় কাত হয়ে ডিম পড়ে নষ্ট হয়ে গেছে। এ সময় রশিগুলার কাটা টুকরা রাস্তায় পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেগুলা রেকারের লোকেরা কাটতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply