——কল্পনায় বসন্ত—–
——সাদিয়া শারমিন
= = = = = = = = = = = = = = = = =
কোকিল ডাকিলেই কি শুধু বসন্ত আসে?
বসন্ত মানেই কি পাখির আনাগোনা বৃক্ষ রাজে?
ফুল যদি নাহি ফোটে,
পাল যদি নাহি বাসে তটে।
বসন্ত কি বাধা পড়ে যায় প্রকৃতির ঘাটে?
বসন্ত আসিবেই,
কোকিলের ডাক,ফুলের সুবাস
কিংবা পাখিদের আনাগোনা
কখনো বসন্তকে পারিবে না করিতে আনমনা।
বসন্ত অপেক্ষা করে না কারোর তরে,
বসন্ত অলস নহে,
তাই সে বসে থাকে না ঋতুর মোহে
ঘরের কোণে।
যদি কিশোর কিশোরী ফুলেল হাত নিয়ে,
বহুপথ পাড়ি দিয়ে,
বসন্তকে আনিতে নাহি যেতো
তবে কি বসন্ত আসিতো না?
তাতো সবার-ই জানা।
বসন্ত কারো জন্য অপেক্ষা করে না,
যেমন অপেক্ষা করেনা আমার কল্পনা,
কিংবা সময়ের পথ গোনা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply