লক্ষ্মীপুরে মো. মোস্তফা (৭০) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মানিকের বিরুদ্ধে। ইট ধার না দেওয়ায় মঙ্গলবার (২০ মে) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনদধর্মপুরের বাড়িতে বৃদ্ধকে মারধর করা হয়।
জানা গেছে, জহির উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বৃদ্ধের প্রতিবেশী। ভূক্তভোগীর পরিবার সূত্র জানা যায়, নতুন ঘর নির্মাণ করার জন্য বাড়িতে ইট এনে রেখেছে তারা। ঘটনার সময় জহিরের স্ত্রী রৌশন আক্তার এসে তাদের কাছ থেকে ২ হাজার ইট ধার চান।
ইট দিতে অস্বীকার করায় জহির এসে মোস্তফাকে মারধর করে। তার চিৎকারে আশপাশেল লোকজন এগিয়ে এলে জহির চলে যায়। ঘটনাটি তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন ভুলুকে জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মানিক বলেন, আমার স্ত্রী মোস্তফার কাছে ১৭ হাজার টাকা পাবে। টাকার পরিবর্তে তাকে দুই হাজার ইট দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। তবে তাকে মারধরের ঘটনা সত্য নয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply