নাটোরের নিখোঁজ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের ১১২ দিন পর নিজ বাড়িতে ফিরে এসেছে। চলতি বছরের ৩১ জানুয়ারী সে নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার ভোরে সে শহরের হাফ রাস্তা তাল তলার তার নিজ বাড়িতে ফিরে আসে। তবে সে কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল বা কোথায় রেখেছিল তা বলতে পারছে না।
বাড়িতে জীবিত অবস্থায় ফিরে আসায় তার পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে। এলাকার মানুষ তাকে চোখে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। মিলন হোসেন জানান, গত ৩১ জানুয়ারী তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিয়ে গিয়ে ৪ ফুট বাই ৬ ফুট আকৃতির একটি অন্ধকার বাথরুমে আটকে রাখা হয়। তবে সেটি কোথায় তা সে জানতে পারেনি। গত কাল বুধবার তাকে পুনরায় চোখ বেঁধে ৩/৪ বার গাড়ি বদল করে ঢাকার আব্দুল্লাপুর এলাকায় আনুমানিক রাত ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার হাতে দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়। পরে সে বাস যোগে নাটোরে ফিরে আসে।
উল্লেখ্য নাটোর গত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনকে চলতি বছরের ৩১ জানুয়ারী আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল মিলনের পরিবার। মিলনের বাবা এমদাদুল হক নিয়াজী বলেছিলেন, ৩১ জানুয়ারী রাত একটার একটি মাইক্রোবাস যোগে কয়েকজন সাদা পোষাকধারী তার বাড়ীতে গিয়ে কোন রকম কথা না বলেই মিলনকে তুলে নিয়ে যায়। এর প্রতিবাদে সড়কে বসে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছিল এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে তারা বিক্ষোভ মিছিল বন্ধ করে। মিলন শহরের তালতলা হাফরাস্তা এলাকার এমদাদুল হক নিয়াজীর ছেলে। তবে আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম সে সময়ে জানিয়েছিলেন, মিলনকে কে বা কাহারা আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে তাদের জানা নাই। বিষয়টি জানার পর থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply