কিশোরগঞ্জের কটিয়াদীতে ঝুঁকিপূর্ণ স্থানে অবৈধভাবে স্থাপিত দুটি সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি তিনটি কাভার্ডভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই সিএনজি পাম্পের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারকোনা ও ভোগড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কটিয়াদীতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার রেখে ডিসপেনসার বসিয়ে দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারকোনা ও ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি কাভার্ডভ্যানে রাখা ৩০২টি গ্যাস সিলিন্ডার ও অন্যান্য সামগ্রী জব্দ করে।
এ সময় দুটি স্টেশনের মালিক কাজী সোলায়মান ও আলী হোসেনকে এক লাখ করে দুই লাখ টাকা জারিমানা করা হয়। পরে জব্দকৃত গ্যাস সিলিন্ডারগুলো ধ্বংস করা হয়।
এ সময় বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক মো. আব্দুর রব ও সহকারী পরিদর্শক মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply