পূর্বাভাস ছিল ঈদের দিন বৃষ্টি হবে। হয়েছেও তাই। ভোর থেকে দফা দফায় বৃষ্টিতে নাকাল হয়েছেন মানুষ। বিশেষ করে ঈদের জামাত আদায় করতে গিয়ে বিপাকে পড়েন মুসল্লিরা। বৃষ্টি মাথায় নিয়ে তারা ঈদের নামাজ আদায় করেছেন।
প্রবল বর্ষণে ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। অলিগলিও বাদ যায়নি জলাবদ্ধতা থেকে।
বুধবার (৫ জুন) সকাল ১১টার দিকে ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঘেঁষা প্রধান সড়কে দেখা যায় জলাবদ্ধতা। ঈদের ছুটি থাকায় যানবাহন খুবই কম ছিল। যা আসছিল ধেয়ে, তা জলাবদ্ধতার অংশটুকু অতিক্রম করছিল রয়ে-সয়ে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। এটা স্বাভাবিক।
প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজারবাগ পুলিশ লাইনের সামনের সড়ক, পল্টন, গুলিস্তান, মতিঝিল চাঁনখারপুল, বিজয় সরণিসহ ঢাকার বিভিন্ন সড়কে। তাতে করে বিড়ম্বনায় পড়েন অনেকেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘বাংলাদেশ ও এর আশপাশের এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দুপুর পৌনে একটা থেকে পরবর্তী ২০ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ (৪৪-৮৮মি. মি.) হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারি বর্ষণ (৮৯ মি. মি. এর বেশি) হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply