আফজাল মাহমুদ,খোকসা,কুষ্টিয়া:কুষ্টিয়া-রাজরাড়ি আঞ্চলিক মহাসড়ক যাত্রীদের কাছে পরিণত হয়েছে একটা মৃত্যু কুপে। সড়কটি কুষ্টিয়া এবং রাজবাড়ি বাসির জন্য গুরুত্বপূর্ন রুট হওয়ার গত বছর থেকে এর সম্প্রসারণ কাজ শুরু হয়। যেটা এখনো চলছে। রমজানের শেষ সপ্তাহ বৃষ্টির ফলে রাস্তার দুপাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার ভাঙন শুরু হয়।
আর তাতে সৃষ্টি হয় বড় বড় গর্তের। যাতে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। স্থানীয় জনগন নিজ প্রশেষ্টায় কিছু জায়গাতে লাল কাপড় টানালেও সেটা সব জায়গাতে না। তাদের মনে এখনি চলতি কাজ নিয়ে শঙ্কা বাধতে শুরু করেছে। যথাযথ কতৃপক্ষের এখনো কোন প্রদক্ষেপ পরিলক্ষিত হয় নি। এদিকে পবিত্র ঈদ উল আযাহা শেষে মানুষ কর্মস্থানে ফিরতে শুরু করায় সড়কে বেড়েছে গাড়ির চাপ। কিন্তু সড়কের এই বেহাল দশার ফলে গাড়ি চলাচল হয়ে পরেছে ধীর গতি সম্পুর্ণ।
বাস ড্রাইভাদের সাথে কথা বলে জানা গেছে যে, তারা দূর্ঘটনার ভয়ে গাড়ির গতি অনেক কমিয়ে নিয়েছে। সরেজমিনে কুষ্টিয়া থেকে খোকসা পর্যন্ত প্রায় অর্ধশত স্থানে ভাঙনের দেখা মিলেছে। এ ছাড়াও সড়কের মাঝখানে প্রায় সহস্রাধিক বৈদ্যুতিক খুঁটি দিব্বি এখনো দাঁড়িয়ে আছে!
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply