টাঙ্গাইলের গোপাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি দোকান পুড়ে ছাই হয়েছে । আজ সকাল পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়ে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, আজ সকাল পৌনে আটটার দিকে বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পড়ে আগুন পাশের চারটি হার্ডওয়ার ও একটি জুতার দোকানসহ ৮টি দোকানে ছড়িয়ে পরে । পরে ফায়ারসার্ভিসের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ীর তিনটি ইউনিট কাজে যোগ দিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
টাঙ্গাইল ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেনন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এখন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply