হাদীস: হযরত সায়েব ইবনে ইয়াযীদ (রা) বর্ণনা করেন, একবার আমি মসজিদে দাঁড়িয়ে ছিলাম। এক ব্যক্তি আমার উপর পাথর নিক্ষেপ করল, আমি তাকিয়ে দেখলাম পাথর নিক্ষেপকারী খলীফা ওমর (রা) নিজেই।
তিনি আমাকে নির্দেশ করলেন, ঐ দু’ব্যক্তি ডেকে আন। আমি তাদেরকে ডেকে আনলাম। হযরত ওমর (রা) তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন দেশের লোক। তারা উত্তরে বলল, আমরা তায়েফবাসী।
হযরত ওমর (রা) বললেন, মদীনাবাসী হলে আমি তোমাদেরকে বেত্রাঘাত দিয়ে শাস্তি দিতাম। তোমরা রাসূলুল্লাহ (সাঃ) এর মসজিদে বসে উচ্চৈঃস্বরে কথা বলেছ।
রাসূলুল্লাহ (সাঃ) এর নামাযের জায়গাসমূহ বরকতময়স্থান:
হাদীস: হযরত মূসা ইবনে ওকবা (র) বর্ণনা করেন, আমি সালেম ইবনে আবদুল্লাহকে দেখেছি। তিনি মক্কা-মদীনায় চলাচলের রাস্তায় কতগুলো স্থানের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে থাকেন এবং ঐ স্থান সমূহে সর্বদা নামায পড়তেন।
সালেম ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, তাঁর পিতা আবদুল্লাহ ইবনে ওমর (রা) ঐ সমস্ত স্থানসমূহে নামায পড়ে থাকেন। কারণ, তিনি জনাব রাসূলুল্লাহ (সাঃ) কে ঐস্থানসমূহে নামায পড়তে দেখেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply