
নাটোর জেলা প্রতিনিধি:সকল জল্পনা কল্পনা শেষে উদ্বেগ উৎকন্ঠার অবসান ঘটিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে আসাদ পেয়েছেন ২২ হাজার ৩২৫ ভোট।

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ
তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১১হজার ৮৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন (আনারস প্রতীকের) পেয়েছেন ৮ হাজার ৯৯৮ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলীম(টিউবয়েল প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিন আক্তার(সেলাই মেশিন প্রতীক) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১লক্ষ ৩হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে মোট ভোটারের ৪৮ শতাংশ। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাই স্বস্তি প্রকাশ করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি/ আমিরুল ইসলাম
Leave a Reply